সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭শে জুলাই-২৩ইং) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি নীলফামারী-৩ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল‘র সদস্য শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা সাহিত্য বিষয়‘র প্রাবন্ধিক ও রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ রোকনুজ্জামান চৌধুরী, জলতরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি আসাদুজ্জামান স্টালিন সহ কবি ও সাহিত্যক গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।