সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬শে জুলাই-২৩ইং) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবীর, সাবেক এমপি নীলফামারী-৩ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান মনোয়ারা বেগম।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সূধি সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আহসান হাবীব।