মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজেস্ব প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় ২০২৩-২৪ অর্থ বছরের পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে।
রবিবার দুপুরে মেয়রের কার্যলয়ে এ অনুষ্ঠানে মেয়র ইলিয়াস হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, থানা অফিসার ইনর্চাজ মোক্তারুল আলম, উপজেলা আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।
এসময় ইলিয়াস হোসেন বাবলু ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৮১৫৭৯৯১৮৫ টাকা বাজেট ঘোষণা করেন। তিনি বলেন বরাদ্দ পেলে আগামীতে পৌর এলাকায় যে সব কাচা রাস্তা আছে সেগুলো পাকা করা হবে।
পরে সাধারণ মানুষের বিভিন্ন উন্নয়ন মুলুক প্রশ্নের উত্তর দেন।