সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে মডেল প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৬শে ডিসেম্বেবর সোমবার লাউচাপড়া বিনোদন কেন্দ্রে বনভোজনে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক হিন্দু কল্যাণ পরিষদের সাবেক সভাপতি রমেশ কর্মকার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ্ হোসনা।
এসময় আরও উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, ব্যবসায়ি খোকন আকন্দ, সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসসহ অনেকে।
বনভোজন শেষে অতিথি ও সাংবাদিকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু।