শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
নুরকাদের সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
প্রান্তিক পরিবারের ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম পরিচালনার নিমিত্তে ১৯৯৪ সালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় “ফার্মহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়”। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যুবনেতা মোঃ রাজেউন সরকার জিয়ন।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সহ মোট ৮ জন সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ৪ ভোট পেয়ে যুবনেতা মোঃ রাজেউন সরকার জিয়ন সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাল ইসলাম পেয়েছেন ৩ ভোট।
প্রতিষ্ঠানটির সভাপতি পদে অনুষ্ঠিত ভোটাভুটির ফলাফল প্রকাশের মাধ্যমে জিয়নকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ মামুনুর রশীদ।
মোঃ রাজেউন সরকার জিয়ন উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাট এলাকার বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা। শিক্ষাক্ষেত্রে উদীয়মান উদ্যোক্তা ও শিক্ষানুরাগী হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা।
ফার্মহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ রাজেউন সরকার জিয়ন বলেন, শত প্রতিকূলতার জাল ভেদ করে সভাপতি নির্বাচিত হয়েছি। বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন সহ শিক্ষার সুন্দর পরিবেশ গঠনের জন্য কাজ করবো। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা সহ ফলাফলে ভালো করানোর চেষ্টায় নিয়োজিত থাকবো।