বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
রাকিব হোসেন- ঢাকা জেলা প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭৮তম ব্যাচের ৪৪ বছরের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।
এরপর শুরু হয় স্মৃতিচারণ পর্ব। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একে একে নিজের নাম পরিচয় দিয়ে স্মৃতিচারণ করেন।
স্মৃতিচারণ পর্বে প্রায় ৪৪ বছর আগের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে ওঠেন প্রত্যেকেই। অনুষ্ঠানে প্রধান বক্তাঃ মোল্লা মোঃ আবু কাউসার এবং নাসিরুদ্দিন নান্টু ও সাবেক পুলিশের (আইজিপি) মাহবুব হোসেন, বন্ধুদের আগামী দিনের পরিকল্পনা ও পরিক্রমার বিশদ আলোচনা করেন এরপর একটি সাংস্কৃতিক পর্ব ও ডিনারের আয়োজন হয়।