শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
মোস্তাফিজার রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে ২৩-২৪ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির তারাগঞ্জ উপজেলা শাখা। বুধবার (২০ আগস্ট) উপজেলার ও/এ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর হলরুমে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ৩০ জন শিক্ষার্থীকে তিনটি করে ইসলামীক বই, কলম সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ইসলামীক স্টিকার ও ছাত্র শিবিরের পরিচিতি বই প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর জেলা শাখার সেক্রেটারি মো. হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলার বায়তুল মাল সম্পাদক হানিফুর রহমান স্বাধীন, ক্রীড়া সম্পাদক মো. অনিক ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. ইয়াকুব আলী, যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক মো. আমিনুল ইসলাম, তারবিয়াত শাখার আবু হানিফ, শিক্ষক ফেডারেশনের প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সহ আরো অনেকে।