শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় তারাগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (২১ জুলাই) দুপুরে স্থানীয় ও/এ বালিকা স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হালিম ও থানা অফিসার ইনচার্জ এমএ ফারুক হোসেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। এ সময় তিনি উপজেলার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২-২৩ শিক্ষা বর্ষে এসএসসি ও এইচএসসি ফলাফলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়।