বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
দূষণমুক্ত নদীর দাবীতে তুরাগ নদীর দুই তীরে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগর কমিটি।
আজ ১১ই মার্চ শনিবার সকাল ১০,৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের নেতৃত্বে তুরাগ নদীর দক্ষিণ তীরে আইসি ঘাটে ও প্রতীকী অনশন কর্মসূচীর আহ্বায়ক কালিমুল্লাহ ইকবাল ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন এর নেতৃত্বে তুরাগ নদীর উত্তর তীরে টঙ্গী বাজার খেয়াঘাটে এ কর্মসূচী পালিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিহির বিশ্বাস, ইকরাম এলাহী খান সাজ, ডঃ লুৎফর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম আলম, তাজুল ইসলাম, ডঃ আনোয়ার হোসেন, ডাঃ বোরহান অরণ্য, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, কেএম নাজমুল হক, ডঃ শামীম আহমেদ দেওয়ান, ইব্রাহিম খলিল,মানবতাবাদি নাজমুল বারী চৌধুরী ,আসলাম মোড়ল শামীম মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিকে শরবত খাইয়ে অনশন ভাঙ্গান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- টঙ্গী পৌর সাবেক কাউন্সিলর নজরুর ইসলাম, আওয়ামী লীগ নেতা আজহার ইসলাম বেপারি, ইঞ্জিনিয়ার সুজন, আইচি খেয়াঘাট মাঝি সমিতির সভাপতি ইজ্জত আলী মাঝি, ইউসুফ আলী,ছাত্রলীগ নেতা শেখ সাজিদ, নদীমাতৃক বাংলাদেশের নদীকে মাননীয় কোর্ট জীবন্ত সত্তা ঘোষণা করলেও তা এখন মৃতপ্রায়। কলকারখানার বর্জ্য নদীতে ফেলার কারণে নদীর অস্তিত্ব বিপন্ন। দেশকে বাঁচাতে হলে নদীকে সুরক্ষা দিতে হবে। বক্তারা অবিলম্বে নদীর দূষণ বন্ধের দাবী জানান।