সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া গুলো আমাদের দেশের সম্পর্কে মিথ্যা গুজব প্রচার করছে। দেশের মিডিয়া গুলো যদি শক্ত অবস্থানে থেকে সত্য ঘাটনা গুলো প্রচার করে। তাদের মিথ্যা প্রচারকে মিথ্যা প্রমাণ করে। তাদের মুখে চুলকালি লাগিয়ে দিতে পারে বললেন- স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ অডিটরিয়াম হল রুমে রংপর বিভাগের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) তিনি বলেন, আমরা কাউকে কোন অবস্থাতেই ছাড় দিব না। আমার নামেও যদি কোন অনিয়ম- দুর্নীতি তথ্যের প্রমাণ পান। তাহলে আমার বিরুদ্ধে আপনারা সত্য প্রকাশ করবেন।
দেশের বর্ডার গুলোতে পর্যাপ্ত পরিমাণ সৈন্য মোতায়েন করা হয়েছে। যেকোনো সময়, যেকোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে প্রস্তুত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত পরিমান সার মজুদ রয়েছে। সার নিয়ে কোন সমস্যা নেই। কোথাও যদি কোন সার ডিলারা মজুদ বা সমস্যা করে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর আছে অবশ্যই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
একই সঙ্গে বরেন্দ্র বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমাদের দেশে বিএডিসি আর বরেন্দ্র অধিদপ্তর খুব ভালো কাজ করছে। সেজন্য ভালো চাষাবাদের জন্য তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
প্রথমে তিনি হেলিকপ্টারে যোগে পীরগঞ্জে পৌঁছায়। পরে প্রটোকল নিয়ে বাবনপুরে শহীদ আবু সাঈদের কবরত জিয়ারত করেন। তারপর তিনি শহীদ আবু সাঈদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিনি সেখানকার পনের হাজার সীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। সে সময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে লক্ষ টাকা বরাদ্দোর ঘোষণা দেন। এরপর রংপুরে চলে এসে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম হলরুমে রংপুর বিভাগের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ, অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আবু বক্কর সিদ্দিক, র্যাব-১৩ এর অধিনায়ক ইমতেখাব চৌধুরীসহ অন্যান্য দপ্তরের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।