শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা শিক্ষা আয়োজিত ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (৮ মে) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন আখতারুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন। ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্ট বিতরণ করা হয়েছে। তারা হলেন গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, কাঁদাই আবু হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুজ্জামান, কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্নাউল আলম, বলার বাড়ীও মাটি কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, চিকাশী সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা খাতুন, শিক্ষক ইবনে সউদ জনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন- ধুনট উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।