সোমবার, ২৬ মে ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি মেলা -২০২৫ সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রবিবার সকাল ১০ ঘটি কার সময় উপজেলা পরিষদ চত্বরে। উপজেলা ভূমি মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।
উপজেলা ভূমি অফিসের সার্বিয়ার আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষা অফিসার আরিফুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্জিল হক, বিএনপির নেতা মোশাররফ হোসেন, গ্ৰাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান খোকন।
ধুনট সদর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সানাউল হক, গোসাইবাড়ী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা কামাল হায়দার, ভান্ডারবাড়ী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসানসহ উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ ও সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।