বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ। মথুরাপুর ইউনিয়ন পরিষদ হওয়ায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সৌজন্যে বিশ্ব জনসংখ্যা দিবসে। সম্মাননা স্মারক পেলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের(ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের।
সোমবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মথুরাপুর ইউনিয়ন পরিষদের( ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে এই সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের দায়িত্ব ভার গ্ৰহণ করার পর থেকেই তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছে। ইউনিয়নের রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছেন ।
এর আগেও আব্দুল কাদের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের নিকট থেকে শ্রেষ্ঠ সম্মাননা গ্ৰহণ করেন। মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদ ও পরিষদের (ভারপ্রাপ্ত)প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই মথুরাপুর ইউনিয়ন পরিষদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে বিবেচিত হয়েছেন।