রবিবার, ১৩ Jul ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার ৪নং গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী(ছোটদিয়ার) গ্রামে জিআর ১৩৯/২২ (ধুনট) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী অসীম, পিতা- মৃত. জহুরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য ১০/০৭/২০২৫ইং ৫ঃ৩০ টায় আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। আসামীকে গ্রেপ্তারের জন্য তার হাতে হ্যান্ডকাপ পড়াইলে উক্ত আসামী ও আসামীর স্ত্রী এবং তার মা’সহ ৩ জন মিলে তাদের উপর চড়াও হয়ে লাঠি সোটা ও সাবল দিয়ে মারপিট শুরু করলে এক পর্যায়ে উক্ত আসামী তাদের হাত থেকে দৌড়াইয়ে পালিয়ে যায়।
বিষয়টি আমি তাৎক্ষনিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং ধুনট থানার উদ্দেশ্যে রওনা হই। থানায় পৌছে থানার অফিসার ও ফোর্সদের নিয়ে রাতভর উক্ত আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি। কিন্তু অদ্যাবধি উক্ত আসামীকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও পুলিশের উপর আক্রমণের ঘটনায় আসামীর মা শিউলি বেগমকে আটক করি এবং অপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখি।
উল্লেখ্য যে, আহত এ,এস,আই আশরাফুল ইসলাম এবং সঙ্গীয় কং/১০৫৮ আব্দুল খালেক ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে থানায় এসে হাজির হন। এ বিষয়ে ধুনট থানায় জিডি করেন। যাহার জিডি নং-৭৬৫। পরর্বতীতে উক্ত ঘটনা সংক্রান্তে ধুনট থানার মামলা নং-১৭। মামলাটি তদন্ত করেন ধুনট থানার এস,আই মুনজুর মোর্শেদ মন্ডল ১২-০৭-২০২৫ ইং।