শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে নির্বাহী আদেশে মুক্তি দিতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৫ইং দুপুর আড়াইটায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়া না হলে পুরো বাংলাদেশকে অচল করে দেয়া হবে বলেও হুশিয়ারি করেন তিনি। তিনি আরও বলেন শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল, যারা মিথ্যা মামলায় আটক হয়েছে তারা মুক্তি পাবে। ফ্যাসিস্টদের পতনের পরে ফাঁশির আসামি, খুনের আসামি অনেকেই মুক্তি পেয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় ৬ মাস অতিবাহিত হচ্ছে কিন্তু আমাদের প্রিয় নেতা, উত্তরাঞ্চলের কৃতি সন্তান জননেতা এটিএম আজহারুল ইসলামসহ অনেককেই এখনো মুক্তি দেওয়া হয়নি। কেউ মুক্তি পাবে কেউ পাবে না, এ তামাশা দেখে জাতি আজ হতবাক। তিনি সরকারের উদ্দেশ্যেআরও বলেন, দেশের মুক্তিকামী গণমানুষের দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করতে হবে। প্রতীক দাড়িপাল্লা ফেরত দিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথী হিসেবে বক্তব্যে রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা প্রমূখ ।
দুপুর ২:৩০টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে লাইব্রেরী মাঠ থেকে, জেলা ও মহানগর জামায়াতের ব্যানারে লক্ষাধিক নেতাকর্মীদের একটি বিশাল মিছিল বের হয়ে মহানগরীর জাহাজ কোম্পানী মোড় ষ্টেশন রোড হয়ে মহানগরীর শাপলা চত্ত্বরে গিয়ে সমাপ্ত হয়।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৮ অক্টোবর কেএম নূরুল হুদার কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। আওয়ামী লীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সংগঠনের তখনকার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়।