সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সরকার বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মসূচী, হরতাল অবরোধ নাশকতার শঙ্কায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিজিবি-র্যাব-পুলিশের যৌথ টহল চলে নীলফামারীতে।
দ্বিতীয় দফায় (৫ ও ৬ নভেম্বর) বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দলের আহুত অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক অন্যান্য বাহিনীর সাথে (পুলিশ ও র্যাব) যৌথ টহল পরিচালনা করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনজীবন স্বাভাবিক রাখতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ৩ প্ল্যাটুন বিজিবি সদস্য জেলার ৬ উপজেলায় পরিস্থিতি মোকাবেলা করার জন্য টহল দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিচিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম।