মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নীলফামারী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। মঙ্গলবার ২৭শে জুন পুলিশ লাইন্সের ড্রিল শেডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুংগি বিতরণ বিতরণ করা হয়।
এতে নীলফামারী পুনাক এর সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী মৌসুমী ওয়াদুদ চাঁদনীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
জেলার আনসার, বাবুর্চি, টেইলার, পরিচ্ছন্নতা কর্মীসহ নিম্ন আয়ের অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন অতিথিরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, নীলফামারী পুনাকের সহ-সভানেত্রী ফাতেমা যুথি, সাধারণ সম্পাদক জেবিন আফরোজ সেতু, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোঃ সারোআর আলম,সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোঃ আব্দুল্লাহ,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জয়ন্ত কুমার সেন সহ নীলফামারী জেলার অন্যান্য সদস্যবৃন্দ।