সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে পর্ণকুটির ক্লাবের আয়োজনে অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো ও সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান খান রকি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা মাঠে প্রধান অতিথি হিসাবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহঃ সভাপতি তরিকুল ইসলাম গোলাপ, আইনজীবী আসাদুজ্জামান খান রিনো, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব জর্জ।
এসময় বক্তারা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা।
কিন্তু সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন খেলাটি ঐতিহ্য ও জনপ্রিয়তা হারাচ্ছে। খেলাধূলার মাধম্যে যুব সমাজকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখা সম্ভব। ক্রীড়াঙ্গনে এ জেলার সুনাম দিন দিন বাড়ছে। আগামী দিনে এ ধারা অব্যাহত রাখতে হবে।
খেলায় প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করছেন সমাজ সেবক মোশাররফ হোসেন খান দুলাল। ধারাভাষ্যকার ছিলেন এম এ মতিন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী খান, পর্ণ কুটির ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন দিনাজপুরের ডাবলু এফ,সি ফুলবাড়ী একাদশ ও জলঢাকার গোলমুন্ডা একাদশ। এতে জয়লাভ করেন ডাবলু এফ,সি ফুলবাড়ী একাদশ।