শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
আব্দুল মমিন- সদর(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলায় কর্মরত ঢাবিয়ানদের ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। আজ (২৭ মার্চ) ২০২৪ইং বুধবার ঢাবিয়ান নীলফামারীর উদ্যোগে স্কাই ডিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নূরুল করিম, দর্শন বিভাগের প্রভাষক মোঃ কাহারুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার মোঃ কাজী আমানুজ্জামান ও সম্প্রসারণ অফিসার মোঃ আনোয়ার হোসেন নাহিদ প্রমুখসহ নীলফামারীতে কর্মরত অর্ধশত সাবেক ঢাবিয়ান।