সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে বন্টননামা দলিল মুলে কোন জমি প্রাপ্ত না হয়েও ১৩.৫০ শতক জোত নিজ নামে খারিজ করে নেওয়ায় আপন চাচাকে জমি সংক্রান্ত বিষয়ে আইনি নোটিশ প্রদান করেছে ভাতিজা।
জেলা শহরের হাজী মহসিন সড়ক এলাকার বাসিন্দা চাচা একেএম আমিনুল হককে আইনি নোটিশ পাঠান সদর উপজেলার ইটাখোলা দরবেশ পাড়ার বাসিন্দা ভাতিজা মোঃ ফরহাদ নওরোজ নাহিন। নীলফামারী জেলা জজ কোর্টের আইনজীবী মোঃ গোলাম মোস্তফা (সজীব) এর স্বাক্ষরিত আইনি নোটিশটি নিচে হুবুহু তুলে ধরা হলোঃ
“এতদ্বারা আমার উপরোক্ত মোয়াক্কেল কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হইয়া আপনি নোটিশ প্রাপক আপনাকে এই মর্মে জ্ঞাত করাইতেছি যে, আপনি নোটিশ প্রাপক গত ০২/০৩/২০২১ ইং তারিখে ১৮৭১নং বন্টননামা দলিল মুলে নিম্ন তফশীল বর্নিত জোত অর্থ্যাৎ ডিপি/বি.এস খতিয়ান নং-১৩৩১, দাগ নং- ৪৯১, জমির পরিমান ২৭ শতক, তত্মধ্যে আপনি নোটিশ প্রাপক ১৮৭১ নং বন্টননামা দলিল মুলে কোন জমি প্রাপ্ত না হইলেও গত ১৩/০৪/২০২৩ইং তারিখে ৫৩২৬নং নামজারী কেস মুলে আপনি নোটিশ প্রাপক ১৩.৫০ শতক জোত নিজ নামে খারিজ করিয়াছেন । আমার মোয়াক্কেল সংশ্লিষ্ট অফিস হইতে কাগজপত্র সংগ্রহ করিয়া দেখিতে পান যে, আপনি নোটিশ প্রাপক গত ০২/০৩/২০২১ ইং তারিখের ১৮৭১ নং বন্টননামা দলিলের রেফারেন্স প্রদান করিয়া নিম্ন তফশীল বর্ণিত বিত্ব নিজ নামে খারিজ করিয়াছেন।
আপনাকে আরও জ্ঞাত করাইতেছি যে, নিম্ন তফশীল বর্ণিত জোত অর্থাৎ জেলা- নীলফামারী, থানা- নীলফামারী সদর, মৌজা- কুখাপাড়া, ডিপি/বি.এস খতিয়ান নং- ১৩৩১, দাগ নং- ৪৯১, জমির পরিমান ২৭ শতকের মধ্যে ১২.৬২ শতক আমার মোয়াক্কেল প্রাপ্ত হইয়াছে ও আমার মোয়াক্কেলের ছোট ভ্রাতা আদনান নওরোজ ১২.৬০ শতক জ্যোত প্রাপ্ত হইয়া নিজ নিজ নামে নামজারী করেন।
প্রকাশ করা আবশ্যক যে, আপনি নোটিশ প্রাপক নিম্ন তফশীল বর্ণিত জ্যোত অর্থ্যাৎ ডিপি/বি.এস ১৩৩১ নং খতিয়ানে ৪৯১ দাগে বন্টননামা দলিল মুলে আপনি কোন জমি প্রাপ্ত না হইয়াই অর্থ্যাৎ আপনার কোন স্বত্ব ও মালিকানা না থাকা স্বত্বেও ও আপনিকে নোটিশ প্রাপক তদবিষয়ে জ্ঞাত থাকিয়া নিম্ন তফশীল বর্ণিত জোত হইতে ১৩.৫০ শতক জোত নিজ নামে খারিজ করিয়াছেন।
আপনি নোটিশ প্রাপক অত্র নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে নিম্ন তফশীল বর্ণিত জোত হইতে বিধি মোতাবেক আপনার নামীয় খারিজ বাতিলের নিমিত্তে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করিবেন। অন্যথায় মেয়াদ অস্তে আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিবেন মর্মে সিদ্ধান্ত গ্রহন করিয়াছেন।
ইহা আপনার সদয় অবগতির জন্য প্রেরন করা হইল ।পরবর্তী যেকোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ইহার এক কপি আমার সেরেস্তায় সংরক্ষিত রইল।
তফশীলঃ উপজেলা ও জেলা- নীলফামারী, মৌজা-কুখাপাড়া, ডিপি/বি.এস খতিয়ান নং-১৩৩১,দাগ নং-৪৯১, জমির পরিমান ২৭ শতক।