শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দরিদ্র ও দুস্থ পরিবারদের মাঝে সুষ্ঠুভাবে চলছে ভিজিএফ’র চাল বিতরণ। বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম পরিদর্শন করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিমল চন্দ্র রায়।
এছাড়াও বিতরণ কর্মসূচী পর্যবেক্ষনে প্রতিটি ইউনিয়নে সার্বক্ষণিক একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত করা হয়েছে। এবার সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৫৫ হাজার ৭৮জন সুবিধাভোগীকে দেওয়া হচ্ছে ১০ কেজি করে চাল।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মকর্তা বিমল চন্দ্র রায় বলেন, ‘প্রায় সব কয়টি ইউনিয়নে ইতিমধ্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচী শেষের দিকে। দু-একটির ইউনিয়নের কিছু বাকি রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ কর্মসূচী শেষ হবে। সুষ্ঠুভাবে বিতরণে সার্বক্ষণিক আমাদের পর্যবেক্ষণ চলছে।’
জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন,’গবির-দুঃখী মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তারাও যেন সবার সঙ্গে উৎসবের সম-অংশীদার হতে পারে, পরিবার-পরিজন নিয়ে ঈদ উদ্যাপন করতে পারে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসাবে ভিজিএফ এর চাল বিতরণ প্রদান করছেন। সুষ্ঠুভাবে বন্টন কার্যাক্রম সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক করা হচ্ছে। আমি নিজেও প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ কর্মসূচী পরিদর্শন করছি।’
তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় কিছটা সমস্যা মুখোমুখী হচ্ছে জনপ্রতিনিধিরা। চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।