সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজের উদ্যোগে দরিদ্র পরিবারকে ঘর তৈরির জন্য ঢেউটিন প্রদান করেছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের শাহপাড়ায় ব্যক্তিগত অর্থায়নে একটি দরিদ্র পরিবারকে ঘর তৈরির জন্য ঢেউটিন প্রদান করেন তিনি।
এসময় সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদ পারভেজ, ইটাখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহবায়ক মহিবুল হাসান চৌধুরী,৷ রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজানুর রহমান সুজা,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও সাংগঠনিক সম্পাদক ইমন ইসলামসহ আরও অনেকে।
এছাড়াও চাঁদেরহাট সুইটগেইট এলাকার মসজিদে ঢেউটিন প্রদান, কচুকাটা ও চাঁদেরহাট ইউনিয়নে তরুণ প্রজন্মের মাঝে ফুটবল বিতরন, অগ্নিদগ্ধ ও অসহায় দু‘জনকে আর্থিক সহায়তা, হাফিজিয়া মাদ্রাসায় রাতের খাবার বিতরনসহ দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি।
উপকারভোগী মাসুম ইসলাম বলেন, ঘরের পুরোনো টিনে চাল ফুটো হয়ে গেছে। এই ভরা বর্ষায় বৃষ্টি পানিতে ভিজে যায় ঘর। বাচ্চাদের বই-খাতাও ভিজে যায়। নাহিদ ভাইকে জানালে তিনি আমাকে নতুনভাবে ঘর তৈরির জন্য ঢেউটিন প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাহিদ ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমরা।
জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা জানাতে এই ভিন্নধর্মী আয়োজনের উদ্যোগ নেই আমি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন একই দিনে হওয়ায় ঐ দিন আমরা রাসূলের জন্মদিন পালন করেছি, তার পরের দিন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছি। তাই তার জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট আয়োজন। প্রধানমন্ত্রীর জন্মদিনে একটি দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটবে এতেই আমি খুশি।