সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংবর্ধনা প্রদান করেন জেলায় কর্মরত প্রাথমিকের শিক্ষকেরা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম ও মোঃ নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী শিক্ষক আসাদুজ্জামান আজাদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আসাদুজ্জামান শাহ রিপন, সন্তোষ কুমার রায়, আলমগীর সিদ্দিকী, সহকারী শিক্ষক, মোঃ নজমুল ইসলাম, সাজ্জাদ আরফিন চৌধুরী, মোঃ লতিফুর রহমান লুমন, নারায়ণ চন্দ্র রায়, উৎপল রায় প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক বলেন, প্রাথমিক শিক্ষকরা ভালো মানুষ, মেধাবী, জ্ঞানী ও মানুষ গড়ার কারিগর। আপনারা যেন কোথাও বঞ্চিত না হন, সে দিকটা আমি সুনজরে দেখব।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ হবে মডেল, যা দেশের জন্য সুনাম নিয়ে আসবে এবং নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষা পরিবারকে উন্নত ও গতিশীল করার আশা ব্যক্ত করে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন। এসময় জেলার প্রাথমিকের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন প্রাথমিক শিক্ষা অফিসার।