রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দিয়ে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মঞ্জুর মোর্শেদ তালুকদার। এতে সঞ্চালনা করেন সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীন।
উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ জানান, ‘২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে বোরো ধানের ফসল ফলানোর জন্য ৫ হাজার ১০০ জনকে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ ও ৫ হাজার ২০০ জনকে ৫কেজি উফশী জাতের ধান বীজ, ২০ কেজি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। আজকে উদ্বোধনী দিনে পাঁচটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে।