সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম-ডেস্কঃ
নীলফামারীতে বিসিকে ৫ দিন ব্যাপি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ (৯ নভেম্বর) ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৪টার সময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নীলফামারী জেলার আয়োজনে (৫-৯ নভেম্বর) চলতি অর্থবছরের ২য় মেয়াদে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে সমাপনী ও সনদপত্র বিতরণের সময় নীলফামারী জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ সাইফুর রহমান উপ-সচিব।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। উক্ত প্রশিক্ষণে কোর্স কোঅর্ডিনেটর ছিলেন মোঃ মশিউর রহমান ও সম্প্রসারণ কর্মকর্তা কাজী আমানুজ্জামান।