সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
আজ (১৪ অক্টোবর) সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে মদ, জুয়া, চুরি ও সামরিক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, সমাজসেবক আব্দুল মতিন মোল্লা (মাসুদ মোল্লা), চড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহঃ সভাপতি নাজিনুর রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা, এস আই কালাম ইসলাম।
বক্তারা বলেন, মাদক, জুয়া, চুরি ও সামরিক কর্মকান্ড থেকে সবাইকে দুরে রাখতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা যাতে অপরাধে না জরাতে পারে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সম্প্রতি শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধে জড়ানোর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ কারনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী শিক্ষার্থী সমাবেশ করার উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় ইউপি সদস্য তহিদুল ইসলাম কবিরাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে ৩ জন চোর আত্মসমর্পণ করে এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবং ওই এলাকার চোর পাড়া নাম পরিবর্তন করে শান্তি পাড়া নাম রাখা হয়।