সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ২০২২-২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন হারভেস্টারের সাহায্যে সমলয়ে রোপা আমন প্রদর্শনীর ধান কর্তন কাজের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সদর উপজেলার সংগলশী কাদিখোল সরকারপাড়া এলাকায় ধান কর্তনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা।
এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডঃ এস. এম. আবু বকর সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ সহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।