রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর থানার সন্ত্রাস বিরোধী মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে জেলা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহবায়ক বিএনপিপন্থী আইনজীবী এস.এম ওবায়দুর রহমান সহ ১০ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
বুধবার (৩ জানুয়ারী) সকালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ সাপেক্ষে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহবায়ক এ্যাডঃ এস.এম ওবায়দুর রহমান, সৈয়দপুর থানার নতুন বাবু পাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে শওকত হায়াত শাহ, হাতিখানা এলাকার আমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন হাবলু, বাঁশবাড়ি এলাকার কাইয়ুমের ছেলে দেলোয়ার হোসেন, একই এলাকার আরশাদ হোসেনের ছেলে আবিদ হোসেন, আজিজুর রহমানের ছেলে শেখ মোঃ বাবলু, নতুন বাবু পাড়া এলাকার আহিকুল্লাহর ছেলে শাহীন আক্তার, একই এলাকার আব্দুর রাশেদের ছেলে মাহবুব আলম, কাজিরহাট এলাকার আঃ কাইয়ুমের ছেলে জাহিদুল হাসান ও সাহেব পাড়ার সগীর আহমেদের ছেলে লাড্ডান ওরফে ইমরান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অক্ষয় কুমার রায় বলেন,”উচ্চ আদালত নেওয়া জামিনে ছিল তারা। জামিনের মেয়াদ শেষে জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম বলেন, সৈয়দপুর থানার সন্ত্রাস বিরোধী মামলার হাজিরা দিতে গিয়ে তাদের জামিন নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। কিন্তু কতজনের জামিন নামঞ্জুর করেছে সে বিষয়ে এখন পর্যন্ত আমি কিছু জানি না।