শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। আজ (২ এপ্রিল) ২০২৪ইং মঙ্গলবার সকাল ১০টায় হতে ১১টা পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” এই প্রতিপাদ্যে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এসময় বক্তব্য রাখেন, নীলফামারী জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফারুক আল মাসুদ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ সরকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার শাহজাহান আলী, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।
উক্ত আলোচনা সভায় জেলা প্রবেশন অফিসার মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।