সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন যুবলীগের নেতৃবৃন্দরা। শনিবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা, পৌর,ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলা আওয়ামীলীগের অফিস কার্যালয় চত্বরে যুবলীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তলন শেষে এক বর্ণাঢ্য র্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি নীলফামারী-৩ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম। বিশেষ বক্তা ছিলেন,নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মার্জিয়া সুলতানা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবনেতা আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ এ.কে আজাদ, পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা ইলিয়াস হোসেন বাবলু, সহ সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গফফার,উপজেলা আঃলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন ভেন্ডার,সারোয়ার হোসেন সাদের,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পলাশ,এনামুল হক, উপজেলা আঃলীগের দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা,সহ দপ্তর সম্পাদক আহসান হাবীব সাহেদ,আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম হেদ্দা,যুবনেতা গোলাম মোস্তফা সোহাগ, মীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খান হুকুম আলী,উপজেলা তাঁতীলীগের সভাপতি হাসানুর রহমান হাসান, সাবেক পি.এ আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা,সাবেক পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মৃনাল বিশ্বাস সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হেলালুজ্জামান হেলাল,সভা সঞ্চালন করেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আজম বাদশা সাবু।
আলোচনা সভায় বক্তারা বক্তব্যে বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মণি যুবলীগ প্রতিষ্ঠা করেন। ফজলুর হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।
পরিশেষে আরও বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিসালী করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে আবারও জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।