রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে সবকটি কেন্দ্রের বে-সরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ডোমার উপজেলা চেয়ারম্যান হিসেবে যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি (টেলিফোন) ও ডিমলা উপজেলা চেয়ারম্যান হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া) বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) সন্ধ্যার পর ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় তিনি জানান, ডোমার উপজেলা চেয়ারম্যান পদে সরকার ফারহানা আক্তার সুমি (টেলিফোন) ৩১ হাজার ৪২১ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফায়েল আহমেদ (আনারস) পান ২৩ হাজার ১৩৪ ভোট।
ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া) ২৭ হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেরদৌস পারভেজ (আনারস) পান ২৬ হাজার ৯ ভোট।