রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
রাকিবুল হাসান- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফাতেমা বেগমকে বেসরকারী ভাবে সাধারণ সদস্য হিসেবে ঘোষণা করেন। ফাতেমা বেগমের নির্বাচনী প্রতীক ছিল (তালা মার্কা)।
এ বিজয়ী প্রার্থী ৪৫ ভোট পেয়ে এ সদস্য পদে নির্বাচিত হন। এ প্রার্থী জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য ছিলেন।
তার নিকট তম প্রার্থী জুলফিকার রহমান (টিউবওয়েল) মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৩৭, অপর আর এক প্রার্থী মাসুদ রানা (হাতি) মার্কা নিয়ে তিনিও পেয়েছেন ৩৭ ভোট।
মোট ভোটার ছিল ১’শ ২০টি। ১’শ ২০ জন ভোটারই ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেন। তবে সদস্য পদে ১টি ভোট বাতিল হয়।