রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলা পুলিশের ডিসেম্বর-২০২৩ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে নীলফামারী সদর থানা। সোমবার (১৫ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার ডিসেম্বর ২০২৩ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। তা বিশ্লেষণ করে অপরাধ দমনে থানার অফিসার ইনচার্জদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
উক্ত সভায় জানানো হয় জেলা পুলিশের ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে নীলফামারী সদর থানা। জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও শ্রেষ্ঠ এস.আই নির্বাচিত হয়েছেন সদর থানার মোঃ আব্দুল্লাহ আল নোমান ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করায় বিশেষ পুরস্কার পেয়েছেন সদর থানার এস.আই রাজু আহম্মেদ।
এছাড়াও নভেম্বর মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর থানার এ.এস.আই মো. জাহিদুল ইসলাম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।