শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সেবা প্রদানে অতিরিক্ত টাকা নেওয়া, সেবা প্রত্যাশীদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম ।
সোমবার ১১ই সেপ্টেম্বর দুপুরে ৩ ঘন্টা ধরে অভিযান পরিচালনা করে অতিরিক্ত টাকা নেওয়াসহ কয়েকটি অভিযোগের সত্যতা পায় দুদক।
অভিযানে দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ, উপ-সহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিকি, উপ-সহকারী পরিচালক মোমিন উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক কর্মকর্তারা জানায়, নিয়ম থাকলেও মোটরসাইকেল মালিকদের কাছে রেজিষ্ট্রেশনের কাগজপত্র জমা না নিয়ে শো-রুম কতৃপক্ষের কাছে অতিরিক্ত টাকা নিয়ে দেওয়া হচ্ছে মোটরসাইকেলের রেজিষ্টেশনের, যা মূলত পরিশোধ করছে মোটরসাইকেল মালিকরাই।
এছাড়াও টাকা ব্যাংকের মাধ্যমে জমা না দিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিজ বিকাশের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে টাকা। কেউ অতিরিক্ত টাকা না দিলে হতে হয় হয়রানির স্বীকার। এরকম বেশ কিছু অভিযোগের সত্যতাও মিলেছে।
দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, এখানে বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। সকল বিষয়ে রিপোর্ট করা হবে। যেহেতু এটি এনফোর্সমেন্ট অভিযান এ জন্য আমরা কাউকে আটক করিনি।