বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি.
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একাধিক মামলা করার পরেও প্রতিপক্ষের লোকজন কৃষক আজাহার আলীর কবলাকৃত জমি জবর দখলের চেষ্টা অব্যহত রেখেছে। আর এ মামলা দায়েরের পর আজাহার প্রতিপক্ষের লোকজন কৃর্তক লোকজন কর্তৃক জীবননাশের হুমকীর কারনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাকান্দর গ্রামের আবুল হোসেন এর পুত্র আজাহার আলী বিগত ৩০/১২/১৯৯৬ইং ৯৯৩৭ নং দলীল মুলে তাহা মিয়া, মর্জিনা খাতুন ও অরেছা খাতুনের নিকট থেকে ৬.২৫ শতক জমি ক্রয় করেন। যার মৌজা-দ্বারিকামারী, জেএল -৯৬, খতিয়ান নং-৩২, দাগ নং-৫৫ ও জমির পরিমান ৯৪ শতকের মধ্যে ৬.২৫ শতক। জমি ক্রয়ের পর থেকে তিনি উক্ত জমি ভোগদখল গ্রহন পুর্বক গাছ রোপন করেন।
এদিকে গত বছর দ্বারিকামারী গ্রামের মৃত. বিলাত আলীর পুত্র আবু বক্কর ও তার লোকজন উক্ত জমি দখলের চেষ্টা করলে আজাহার পীরগঞ্জ থানায় জিডি করেন। যার নং-৭১৫। নন এফআই আর প্রসিকিউশন নং-৯৩/২৩ । এ মামলায় অভিযুক্ত ব্যাক্তিরা আদালতে মুচলেকা প্রদান করে।
এ পরেও বক্কর এর লোকজন আবারও জমি দখলের চেষ্টা করলে আজাহার আলী বিজ্ঞ আদালতে একটা এনজিআর মামলা করে। যার নং-১৯৮/২৩। বিজ্ঞ আদালত গত ১৩/০২/২৪ইং এক আদেশে আসামী আবু বক্কর সহ প্রত্যেক আসামীকে ১ বছরের জন্য ১০ হাজার টাকার মুচলেকা বন্ড দাখিল সাপেক্ষে অব্যহতি প্রদান করেন। এর পরেও চলতি সনের ৬ জুন আবু বক্করের লোকজন উক্ত জমিতে প্রবেশ করে জোড়পূর্বক লক্ষাধিক টাক মুল্যের ৪টি ইউক্যালিপটাস গাছ কর্তন করে নিয়ে যায়। এ ব্যাপারে আজাহার আলী রংপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। যার সি আর নং-৩৫৯/২৪। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
উক্ত গাছ কর্তনের পরও গত ১৯ জুন দুপুরের পুর্বে আবু বক্কর ও তার লোকজন আজাহার আলীর উক্ত জমিতে প্রবেশ করে আবারও প্রায় ৩ লাখ টাকা মুল্যের ১২টি ইউক্যালিপটাস গাছ কর্তন পুর্বক চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে আজাহার আলী পীরগঞ্জ থানায় মামলা করেন। যার নং-৩৬, তাং-২০/০৬/২৪, জিআর নং-২১০/২৪। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। তদুপরি থেমে নেই বক্করের লোকজন। তারা আজাহার আলীর উক্ত জমি দখলের প্রচেষ্টা অব্যহত রেখেছে এবং আজাহার আলীকে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিচ্ছে।
এ জমির ব্যাপারে আজাহার আলী গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই কয়েকটি মামলা করেছি। আর কত মামলা করি? জমিটিকে কি ভাবে রক্ষা করি? এর পরেও বক্কর বলে বেড়াচ্ছে কত মামলা করে করুক।