বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
হাবিবুর রহমান, পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি.
রংপুরের পীরগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন হয়।
এসকে কল্যানী ফাউন্ডেশন ও উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক প্রদিপ কুমার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের রংপুর শাখার রিলেশনশীপ অফিসার আবির মুনতাসির ইসলাম।
এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার বিজনেস ডেভলোপমেন্ট অফিসার আমিনুর ইসলাম, সিনিয়র বিজনেস ডেভলোপমেন্ট অফিসার মোকামতলা শাখার বায়েজিদ বোস্তামী ও রিশেশনশীপ অফিসার এজেন্ট ব্যাংকিং ডিভিশন ঢাকা-এর মুক্তার হোসাইন।
পীরগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রম এর এজেন্ট শ্যামল কুমার জানান মাসিক,সঞ্চয়ী,চলতি ও অন্যান্য হিসাব খোলা। মেয়াদি সঞ্চয় হিসাব,বৈদেশিক রেমিট্যান্স এর অর্থ প্রদান, সব ধরনের ঋণ সুবিধা সহ সকল ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।