সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি.
বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রংপুর নারী ফুটবল দল ঢাকা নারী ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে।
বিকাল ৩টায় এ খেলার উদ্ভোধন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী পলাশ। খেলা শেষে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল হক নিক্সন, কন্ঠ শিল্পি অন্তর রহমান প্রমুখ।
পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় শ্রেষ্ঠ গোলদাতা হিসেবে পুরস্কৃত হয় রংপুর ফুটবল দলের শীলা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উক্ত ক্লাবের সাধারন সম্পাদক আবু রায়হান বিপ্লব। পরে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।