শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে নীলফামারী সরকারী কলেজ প্রাঙ্গন থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ সমাবেশে বক্তব্য দেন। জেলা ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে নিরাপরাধ ফিলিস্তিন নাগরিকদের উপর পরিচালিত হত্যাকান্ড মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব রায়, নীলফামারী সরকারী কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা হাসিব আহমেদ আকাশ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাসমিউল আজম অর্পিত, দফতর সম্পাদক সঙ্গীত দিপংকর প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।