বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জে দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষালয় ও প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬শে নভেম্বর বিকালে পৌর এলাকার মালিরচর মৌলভীপাড়া দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষালয় ও
প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহঃ সভাপতি জয়নাল আবেদীন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শিলা সারোয়ার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান কৌতুক অভিনেতা শওকত তালুকদার নিপু, দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষালয় ও
প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, ভোরের কাগজের বকশীগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সদস্য ও টেলিগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি জিহাদ আহম্মেদসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন রকমের পিঠা পরিবেশ করা হয়।