বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
মামুন হোসাইন- ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে ভোলা জেলা আওয়ামী যুবলীগ এর আয়োজনে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডঃ আশিকুর রহমান শান্ত এর দিকনির্দেশনা সাবেক ভোলা জেলা ছাত্রলীগ এর সভাপতি মোস্তাক আহমেন শাহীন এর সার্বিক তত্বাবধানে আলোচনা সভা ও দোয়া মোনাজাত এর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- মাইনুর রহমান তুহিন মোল্লা, রাজীব হাসান লিপু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর খৈয়াম মামুন, নওশাদ হোসেন মুন, ফয়সাল রহমান বাবু, লিটন, এ্যাডঃ গিয়াসউদ্দিন, হাহিবুর রহমান হাবু চেয়ারম্যান, আরশাফ পাটোয়ারী, যুবলীগ নেতা এ জেড এম মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহঃ সভাপতি সাখাওয়াত হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।