শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে কৃষকদের নিয়ে কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান “কৃষি বাজেট কৃষকের বাজেট” অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ই মার্চ সন্ধ্যায় মাদারীপুরের তাঁতীবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের কৃষি উন্নয়ন ভিত্তিক গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এর উপস্থাপনা ও পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য,বীরমুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য। বীরমুক্তিযোদ্ধা জনাব ডঃ আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ভাই-বোন।