বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
নূর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার ৩০শে জানুয়ারি তিনদিনব্যাপী অনুষ্ঠানের ১ম পর্ব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।
এসময় মিরসরাই ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আহমেদ মঈনুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। আগামীকাল ৩১শে জানুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ১লা ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হবে ৩ দিনের এই বর্ণাঢ্য আয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান- শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে ৩ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে।