বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
ভারতে অবস্থিত বাংলাদেশী দূতাবাসে হামলার প্রতিবাদ, ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণ হত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার-অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানরের আয়োজনে রংপুরে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) ২০২৪ইং বিকাল ৪টায় ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
আরও বক্তব্য রাখেন, রংপুর জেলার সভাপতি মুহাম্মাদ মাহমুদুর রহমান রিপন সরকার, রংপুর মহানগরের সেক্রেটারী মুহাম্মাদ আমিরুজ্জামান পিয়াল, জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদ, রংপুর মহানগর সভাপতি মাওলানা মোসলেম উদ্দীন জিহাদী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি হাফেজ নুর মোহাম্মাদ জিহাদী, জাতীয় শিক্ষক ফোরাম রংপুর মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আওলাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মোহাম্মাদ আবু রায়হান প্রমূখ।