বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
মোস্তফা মিয়া- নিজস্ব প্রতিনিধি.
আড়ম্বরপুর্ন পরিবেশের মধ্যে দিয়ে বুধবার পীরগঞ্জস্থ রংপুর মেরিন একাডেমিতে ৩য় ব্যাচের ক্যাডেটদের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রংপুর মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন সাহেদ সাত্তার (ট্যাজ), বিসিজিএ, পিএসসি, বিএন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুব। সচিব বলেন, বাংলাদেশের নৌ পরিবহন সেক্টরে মেরিন একাডেমির ক্যাডেটগণ অসামান্য অবদান রেখে চলছে। এদের সুনাম ছড়িয়ে পড়েছে বর্হিবিশ্বে। তাই বর্তমান সরকার নৌ পরিবহন সেক্টরে আরও উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে।
তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে আরও বলেন, ক্যাডেটগণ সততা ও আন্তরিকতার সঙ্গে কর্মজীবনে সফলতা বয়ে আনবে দেশের উন্নয়নে সহায়ক হবে এটাই প্রত্যাশা করি। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি দীর্ঘক্ষন ধরে ক্যাডেটদের প্যারেড পরিদর্শন এবং ক্যাডেটদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন।
অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ক্যাডেটদের অভিভাবক ও বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।