মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় মালামাল পরিবহনের পরিবর্তে কাভার্ডভ্যানে করে গাঁজা পরিবহনের অপরাধে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মফিজ মিয়া, মোঃ ইউসুফ মিয়া, মোঃ আবির ও কাভার্ডভ্যান চালক মোঃ আজাদ হোসেন। গতকাল মঙ্গলবার ১২ই এপ্রিল ২০২২ইং সন্ধ্যা ৭টা ৪০ ঘটিকায় দারুসসালাম থানার পুরাতন গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামাল, পিপিএম গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক ব্যবসায়ী দারুসসালাম থানার পুরাতন গাবতলী এলাকার নাবিল পরিবহন কাউন্টারের সামনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার উদ্দেশ্যে একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কাভার্ডভ্যানসহ পালানোর চেষ্টাকালে মফিজ, ইউসুফ, আবির ও আজাদকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ট ২২-০১৩২ জব্দ করা হয়। পরবর্তীতে কাভার্ডভ্যানটি তল্লাশী করে তাদের হেফাজত থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন- গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কাভার্ডভ্যানের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, আজ বুধবার ১৩ই এপ্রিল ২০২২ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।