মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ রনি নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ।
ডিএমপির যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক ইনস্পেকটর (তদন্ত) আয়ান মাহমুদ গণমাধ্যম কর্মীদের জানান, গতকাল রবিবার ২২শে মে ২০২২ইং সকাল ৬টা ৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় যাত্রাবাড়ী থানার একটি টিম অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়ন কালে রনি নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ১০টি নীল রংয়ের এয়ারটাইট প্যাকেটে সর্বমোট ১৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু হয়েছে।