মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
র্যাবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি। ছবিঃ ৭১সংবাদ২৪.কম ৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
কুমিল্লায় র্যাবের অভিযানে বিদেমী পিস্তল সহ গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় এলজিসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন তারা। এসময় অজ্ঞাতনামা অপরাধীরা পালিয়ে যায়।
জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ এলাকাধীন ক্যাফে ৩৫০০ এর উত্তর পাশে গোমতী নদীর পাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ১টি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে বর্নিত অস্ত্রগুলি পাওয়া যায়।
র্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরণের অংশ হিসেবে র্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।