শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
রংপুরে র্যাব-১৩ এর অভিযান মাদকদ্রব্য হেরোইনসহ নাজমা বেগম নামের এক নারী মাদকব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) জেলার মিঠাপুকুর উপজেলায় লতিফপুর ইউনিয়ন থেকে তাঁকে আটক করে র্যাব।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ২৪ আগস্ট ২০২৫েইং দুপুর ১.৪০টায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৭নং লতিফপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ফতেপুরের রংপুর মডার্ন মোড়স্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটকের পর র্যাবের মহিলা সদস্য দ্বারা দেহ তল্লাশি করে আসামির হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ১৫৩.২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০০০০০/-(চার লক্ষ) টাকা। ধৃত. মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার, গোগগ্রাম এলাকার মৃত. কাছেদ আলীর মেয়ে মোছাঃ নাজমা বেগম। পরে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
“বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে রাষ্ট্রীয় শৃঙ্খলায় এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।