মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত (৪৮) সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে নড়াইল সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা সদরের রেরইল পলিতা গ্রামের নুরুল ইসলাম মাষ্টারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত, খায়রুল ইসলামের ছেলে রিপন মাহমুদ (৩৬), কিব্রাজ মোল্যার ছেলে শাহারিয়া ইসলাম জয় (১৯), বাটাজোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৪৮), নুরুল মোল্যার ছেলে তকুব্বার মোল্যা (৪০)।
জানা যায়, সোমবার সকালে মাগুরা থেকে মনির ডাকাত ও তার সহযোগীরা নড়াইল সদর এলাকায় প্রবেশ করলে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে দুপুরে সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় মনির ডাকাতের দেহ তল্লাশি করে একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। মনির ডাকাতের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি–সহ অন্তত দেড় ডজন স্পর্শকাতর মামলা রয়েছে। সর্বশেষ ২০২১ সালের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হলেও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল।
বিকেলে মনির ডাকাতসহ গ্রেফতার পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, মাগুরায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মনিরসহ পাঁচজনকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।