সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এসএসসি ও ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা বন্ধুদের নিয়ে কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) বন্ধুদের নিয়ে একটি মিলন মেলায় ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে সবার সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (পুটিমারী ইউনিয়ন ভূমি অফিস) মোছাঃ সেলিনা পারভীন ও সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মালেক উজ জামান সবুজ।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে সহঃ সভাপতি সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর মুস্তাফিজুর রহমান সরকার মুন্না, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার মুশফিকুর রহমান মিল্টন। যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দপুর বিমানবন্দরে আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার এস.এম ফজলুল হাসান, সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আতিকুল ইসলাম চৌধুরী।
প্রচার সম্পাদক হয়েছেন গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভিডিও) এর নির্বাহী পরিচালক ও দ্যা ডেইলি ট্রাইব্যুনালের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল হাসান রতন, যুগ্ম প্রচার সম্পাদক মোহাম্মদ সায়েম রেজা। কোষাধ্যক্ষ আব্দুল মোতালেব খোকন, যুগ্ম-কোষাধ্যক্ষ রওশন আলী। দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, যুগ্ম-দপ্তর সম্পাদক ফিরোজ মল্লিক। ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক শংকর ভট্টাচার্য, যুব ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ একরামুল হক শুভ সহ আরও অনেকে রয়েছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর থানার টি,আই মোঃ জাকির হোসেন ও অগ্রনী ব্যাংকের ম্যানেজার মোঃ জায়েম বাপ্পি। উক্ত সভায় সৈয়দপুর উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক বন্ধু অংশগ্রহন করেন এবং তারা খুবই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করেন।
উপজেলা কমিটির নির্বাচিত সভাপতি পদাধিকার বলে রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।